জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩৭:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করলো সিলেটের প্রথম এবং দেশের অন্যতম বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল’।
সিলেটের কৃতি সন্তান, প্রখ্যাত সমাজসেবী, মানব হিতৈষী, দেশে-বিদেশে অসংখ্য শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী প্রতিষ্ঠিত এই শিক্ষাঙ্গনে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোভাযাত্রা/র্যালি, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ এবং কলেজের সন্ধানী ইউনিটের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এবার ক্যাম্পাসের বাইরে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের উদ্যোগে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় একটি দেয়ালিকাও উন্মোচন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় শোভাযাত্রা।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন এর নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর সাফওয়াত রানা, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, সার্জারি বিভাগের অধ্যাপক নুরুল কাইয়ুম মোহাম্মাদ মুসাল্লিন, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক সুমন মল্লিক, অফথালমোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নন্দন কুসুম দাস, ডেন্টাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শফিকুল আলম তালুকদার, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মুঈজ উদ্দিন আহমদ চৌধুরী, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শান্তনু ধর ইমন, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জাবের আহমদ চৌধুরী, অবস এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ দিপু দাস, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মাহবুব উল আলম সুমন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অপূর্ব কিশোর পাল প্রমুখ।
অন্যদিকে একই সময়ে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম, উপাধ্যক্ষ ড. নাদিরা বেগম সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ। এছাড়াও সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সন্ধানীর সদস্যবৃন্দ।