যানজটে নাকাল সিলেট নগরবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৭:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার সিলেট ছিল যানজটের নগরী। যানজটের কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়। বিশেষ করে নগরীর নাইওরপুল টু শাহজালাল ব্রিজ, তালতলা টু কাজিরবাজার ব্রিজ, আম্বরখানা, চৌহাট্টা, শিবগঞ্জ রিকাবীবাজার, মদিনা মার্কেট এবং দক্ষিণ সুরমার ক্বিন ব্রিজ ও হুমায়ুন রশীদ চত্বরে যানজট ছিল চোখে পড়ার মতো।
সড়ক উন্নয়ন কাজের জন্য নগরীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ি আর আর বৃষ্টিতে কাদা পানিতে সড়ক একাকার হয়ে যাওয়ায় নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় বলে জানান কয়েকজন ভুক্তভোগী। সরেজমিনে দেখা গেছে, নগরীর উপশহর, আম্বরখানা, দরগাগেইট, দর্শনদেউড়ি চৌহাট্টা, নাইওরপুল ও শিবগঞ্জ সড়কের উন্নয়ন কাজ হচ্ছে। এক সাথে সব সড়কের কাজ শুরুর পাশাপাশি গতকাল ভোরে সিলেটে প্রচন্ড বৃষ্টিপাত হয়।
গতকালের যানজটের পেছনে এটা মূল কারণ বলে জানান অনেক নগরবাসী। উপশহর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, নগরীর উপশহর পয়েন্টে সড়কের উন্নয়ন কাজের জন্য গত কয়েকদিন ধরে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের একদিকের অর্ধেককাংশ ঢালাই দেয়া হচ্ছে। পরে অপর অর্ধেক ঢালাই দেয়া হচ্ছে। এভাবে সড়ক ঢালাই কাজের জন্য সড়কের সেই অংশ বন্ধ থাকছে। ফলে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার উপশহর এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। সেই সাথে বৃষ্টি হওয়ায় উপশহর পয়েন্ট কাদায় সয়লাব হয়ে যায়। সেই সাথে যানবাহন চলাচলের অস্থায়ী নির্দেশ বুঝতে না পেরে উল্টো দিক থেকে গাড়ি প্রবেশ করে আরো যানজটের সৃষ্টি করে। খুঁড়ে রাখা সড়কে বৃষ্টিতে কাদায় আটকে যাচ্ছিল সিএনজি অটোরিক্সা । ফলে সোবহানীঘাট থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি লেগে যায়। দীর্ঘ সময় যানবাহনে বসে শেষে গাড়ি ছেড়ে হেঁটে যাওয়া শুরু করেন যাত্রীরা। এসময় নারীরা ও মালামাল নিয়ে সাধারণ মানুষের ফুটপাত ধরে হাঁটতে চরম দুর্ভোগের শিকার হন।
ভুক্তভোগীরা উপশহর পয়েন্টে কাজের ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন, প্রকৌশল ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন। মাইক্রোবাস চালক মনির হোসেন জানান, দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে একটি সামাজিক অনুষ্ঠানে বৃহস্পতিবার বেলা আড়াইটায় তিনি নগরীর শাহী ঈদগাহ থেকে রওয়ানা দেন। পথে তালতলা এলাকায় যানজটের কবলে পড়েন। তালতলা পয়েন্ট থেকে কাজিরবাজার ব্রিজের ওপর পর্যন্ত ছিল যানবাহনের দীর্ঘ লাইন। এ কারণে ওই সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তার এক ঘণ্টা বিলম্ব হয়। ফেরার পথে উপশহর সংলগ্ন শাহজালাল ব্রিজ দিয়ে আসার পথে ফের যানজটে পড়েন। শাহজালাল ব্রিজ থেকে নাইওরপুল পয়েন্ট পার হতে তার ৪৫ মিনিট সময় লেগে যায় বলে জানান এ চালক।
সড়কের উন্নয়ন কাজের জন্য একটু যানজট হতে পারে উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর জানান, সড়কের উন্নয়ন কাজ করছে সওজ বিভাগ। উন্নয়ন কাজ করতে গেলে সড়কের একাংশ বন্ধ রাখতে হয়। ফলে স্বাভাবিক ভাবেই একটু যানজটের সৃষ্টি হয়। তবে কাজ যাতে দ্রুত শেষ হয় সেজন্য ; তারা সওজের সাথে কথা বলছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, নগরীর বিভিন্ন অংশে সড়কের উন্নয়ন কাজ চলছে; সেজন্য যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক বিভাগকে সব স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে। উপশহরে বৃষ্টির কারণে সড়কে কাদা লেগে যায়। তবে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সাথে পুলিশের মোবাইল পার্টি এবং থানার পুলিশ ফোর্সদের কাজ করার নির্দেশ দেয়া আছে বলে জানান তিনি।