মাতৃভাষার চর্চা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়
সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১৩:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : “যে ভাষার জন্য এত আন্দোলন, এত আত্মত্যাগ, এত অহংকার, সেই ভাষার চর্চা নতুন প্রজন্মের কাছে যথাযথ তুলে ধরার প্রত্যয়ের” মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের ফুলে ফুলে চেকে যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
সেই কর্মসূচিতে অংশ নেয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন ছাড়াও সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠন। সংগঠন ছাড়াও শহীদদের সম্মান জানাতে অভিভাবকদের হাত ধরে এসেছিলো কোমলমতি শিশুরাও।
সকাল থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে পৃথক কর্মসূচিতে বক্তারা বলেছেন, এ মাসের ইতিহাস সবাই জানি। কিন্তু সেটি ধারণ করা হচ্ছে না যথাযথভাবে। সর্বস্তরে এখনো বাংলা ভাষা চালু হয়নি। এটি আমাদের দেশ ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।
মহানগর আওয়ামী লীগ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুলের নেতৃত্বে এই শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করা হয়।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় কালো ব্যাজ ধারণ করে নেতৃবৃন্দ র্যালি সহকারে বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ সানাওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, কার্যনিবাহী সদস্য মোঃ আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জুমাদিন আহমেদ, উপদেষ্টা এডভোকেট আব্দুল মালিক, আব্দুল মালিক সুজন, কানাই দত্ত।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে আব্দুর রব হাজারী, ফয়েজ খাঁন পিয়ারা, মুহিবুর রহমান ছাবু, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, সিরাজুল ইসলাম শামীম, এডভোকেট সরওয়ার চৌধুরী আবদাল, আনোয়ার হোসেন আনার, সাজোয়ান আহমদ, ইসমাইল মাহমুদ সুজন, মোঃ ছয়েফ খাঁন ও সাধারণ সম্পাদবৃন্দ তাজ আহমদ লিটন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, সফিকুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, বদরুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ : প্রভাতফেরীর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। একুশে ফেব্রয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ সম্মান প্রদর্শন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকাল সাড়ে আটটায় রেজিস্ট্রারি মাঠ থেকে প্রভাতফেরী শুরু করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, গোলাপ মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। ১৯৫২ সালের ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সাথে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের গৌরবগাঁথা। মহান ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে মহত্তর স্বাধীনতার চেতনা।
সিসিক মেয়র : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার জাগরণ রচিত হয়েছে। এই আন্দোলনের পথ ধরেই আমাদের স্বাধীনতা এসেছে। শহীদদের আত্মত্যাগ স্বার্থক হয়েছে। বাংলা, বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের ভূখ-ের যে স্বপ্ন দেখেছি তার সূতিকাগার বায়ান্নর ভাষা আন্দোলন।
২১ ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহরে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের সময় তিনি এসব কথা বলেন।
এরপর সিলেট সিটি কর্পোরেশনে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র, কাউন্সিলর ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিল তৌফিক বক্স লিপন, শেখ তোফায়েল আহমদ শেপুল, আব্দুর রকিব বাবলু, মাজহারুল ইসলাম শাকিল, জয়নাল আহমদ, নাজমুল ইসলাম, মতিউর রহমান, কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, হাজেরা বেগম, বাবলি আক্তার, শারমিন আক্তার সুমি। আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ সিসিকের অন্য কর্মকর্তাবৃন্দ।
মহানগর বিএনপি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। ২১ ফেব্রুয়ারি সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজিবুর রহমান নজীব ও সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ১০নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ১১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির উদ্দিন, ১৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুয়াইব আহমদ সোয়েব, ২১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২০নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফুর রহমান মোহন, ৩২নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, ২২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ২৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, বিএনপি নেতা শাহিদুল ইসলাম কাদির, যুবদল নেতা কয়েস আহমদ, এমাদ চৌধুরী, আব্দুস সামাদ সাহেদ, আলী আকবর খান, জুবের আহমদ, আবু হানিফ, হারুনুর রশিদ, মেহেরাজ ভুইয়া পলাশ, মোঃ ইমরান আলী সহ অসংখ্য নেতাকর্মী।
জেলা মহিলা আওয়ামী লীগ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা ও সাধারণ সম্পাদক, সিলেট জেলা মহিলা সংস্থার সভাপতি মিসেস হেলেন আহমদ এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, বেগম রোকেয়া ও বঙ্গমাতা পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, আছিয়া শিকদার, মাধুরী গুণ, সাজেদা পারভীন, সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা চৌধুরী, হাসিনা বেগম, অঞ্জনা সরকার, হেলেনা বেগম, রুমা বেগম প্রমুখ।
সিলেট প্রেসক্লাব : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার সকালে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, সহযোগী সদস্য মো. ওয়াহিদুর রহমান প্রমুখ।
দৈনিক সিলেটের ডাক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দৈনিক সিলেটের ডাক পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, চীফ ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সিনিয়র সম্পাদনা সহকারী বনবীর রায়,আবরার জাওয়াদ নিহান প্রমুখ।