সিলেটে একসাথে চার শিশুর জন্ম দিয়েছেন এক মা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। বৃহস্পতিবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে এই চার শিশুর জন্ম হয়। তারা চারজনই মেয়ে শিশু। বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা মিনহাজ ফয়সাল জানান, বৃহস্পতিবার সকালে ফৌজিয়া বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাত আটটায় হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে তার অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়।
পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যতœ ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। প্রসূতি মা ফৌজিয়া বেগম সুস্থ আছেন।