শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮:৩৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : দেশের প্রখ্যাত সমাজসেবক-শিক্ষানুরাগী, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে তারাও অন্য সবার মতো সফল মানুষ হয়ে উঠতে পারেন। তারা যেকোন অসাধ্য সাধন করার ক্ষমতা রাখেন। বিশ্বের অনেক প্রতিবন্ধী মানুষ তাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে পৃথিবী বিখ্যাত হয়েছেন।
শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবসেবায় মহানব্রতী, অসংখ্য শিক্ষামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, প্রতিবন্ধীরা কোন অযোগ্য মানুষ নয়। তারা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ। আমাদের আন্তরিক সহযোগিতায় তারা সমাজের স্বাভাবিক ধারায় প্রতিষ্ঠিত হতে পারেন।
আমাদের কোন প্রতিবন্ধী শিশু যেন অবহেলা ও বঞ্চনার শিকার না হয় উল্লেখ করে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন করে তাদের সমাজের স্বাভাবিক জীবনধারায় নিয়ে আসতেই প্রতিষ্ঠা করা হয়েছে শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট। তাদের কল্যাণে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেপী রাণী দে এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শাহনাজ আক্তারের
পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, সহকারী পরিচালক (হিসাব) মোঃ ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা সত্যজিৎ ভট্টাচার্য্য। বর্ণিল আয়োজনে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।