জগন্নাথপুর
পিংলার হাওর পানিতে নিমজ্জিত, প্রবাসীর উদ্যোগে নিষ্কাশনের চেষ্টা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১:৪৭:২২ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরের পিংলার হাওরের প্রায় ১ হাজার হেক্টর বোরো ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসব ফসল রক্ষায় গত দু’দিন ধরে এক প্রবাসীর অর্থায়নে ১০টি স্যালোমেশিন লাগিয়ে পানি নিষ্কাশনের কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত ফসলরক্ষা বেড়িবাঁধের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে কৃষকরা দাবি করেছেন।
কৃষকরা জানান, উপজেলার তৃতীয় বৃহত্তম হাওর হিসেবে পরিচিত পিংলার হাওরে এবার ১১০৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। গত তিন দিনের ভারি বর্ষণে হাওরে প্রায় এক হাজার হেক্টর বোরোধান পানিতে তলিয়ে যায়। পিংলারকাড়া বেড়িবাঁধ দিয়ে পানি নিষ্কাশনের কোন সুযোগ না থাকায় বৃষ্টির পানিতে এ ফসল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
পিংলার হাওরের পিআইসি কমিটির সভাপতি পৌর কাউন্সিলর সফিকুল হক জানান, পিংলার হাওরে কয়েকটি গ্রামের হাজারো কৃষক বোরোধান আবাদ করেছেন। ভারিবৃষ্টিতে অধিকাংশ জমি তলিয়ে গেছে। গত দুই দিন ধরে জগন্নাথপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী এমএ কাদিরের আর্থিক সহযোগিতায় ১০টি স্যালো মেশিন লাগিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। তিনি আরো জানান, পানি নিষ্কাশনের জন্য বাঁধ নির্মাণকালে একটি পাইপ দেয়া হয়েছিল, সেটি কাজ না করায় পানি নিষ্কাশন হচ্ছে না।
যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এমএ কাদির জানান, কৃষকদের দাবির প্রেক্ষিতে তিনি গত দুই দিন দিনে-রাতে ১০টি স্যালো মেশিন লাগিয়ে হাওর থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে ফসল রক্ষার চেষ্টা করে যাচ্ছি। তিনি পাউবোর অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে কৃষকরা সমস্যায় পড়েছে উল্লেখ করে পিংলার বাঁধে একটা স্লুইস গেইট নির্মাণের দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, পিংলার হাওর সরেজমিনে পরিদর্শন করে কৃষকদের দাবির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর প্রকৌশলীকে জানিয়েছি। আশা করছি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, পিংলার হাওর ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবো। তাৎক্ষণিকভাবে প্রবাসীর উদ্যাগে স্যালো মেশিন লাগিয়ে পানি নিষ্কাশন প্রশংসনীয়।