ভালো কাজের স্বীকৃতি
সিলেটের পুলিশ সুপারসহ ৪ জন পেলেন পিপিএম-সেবা পদক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৭:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সিলেটের পুলিশ সুপারসহ সিলেটের চার পুলিশ সদস্যকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ পদক পরিয়ে দেন।
মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পিপিএম-সেবা পদকে ভূষিত হন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ চারজন। অপর তিন পুলিশ কর্মকর্তা হলেন, গোয়াইনঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, সাবেক অফিসার ইনচার্জ কে এম নজরুল এবং পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইন্সপেক্টর রুবেল হাওলাদার।
ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ২৫ তম বিসিএস এর একজন চৌকস পুলিশ কর্মকর্তা। তিনি ২০২২ সালের ৩১ আগস্ট সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।