গোলাপগঞ্জ ও নবীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ৫:১২:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জ ও নবীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার এসব দুর্ঘটনায় আরো দু’জন আহত হন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোণা শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার সকালে সিলেট থেকে জকিগঞ্জের বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে রওয়ানা হয়েছিলেন ওই পুলিশ সদস্য আবুল হোসেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাছুদুল আমিন পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবুল হোসেন তার মোটরসাইকেলযোগে জকিগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন। হিলালপুরে আসামাত্র সিলেটগামী যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাস পুলিশের হেফাজতে রয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিক্সায় ইট ভর্তি ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা সিএনজি অটোরিক্সার যাত্রী। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের হিরাগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল আলীম (৬০) ও তার স্ত্রী মুরচান বিবি (৪৫)। অপর আহতরা হলেন, নিহত আব্দুল আলীমের পুত্র রাসেল মিয়া (১৬) ও মুরচান বিবির ভাইয়ের পুত্র রাহুল মিয়া (৯)। তবে, সিএনজিতে থাকা ৩টি শিশু বাচ্চা অক্ষত অবস্থায় রয়েছে। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চরকাটখাল গ্রামে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।
পুলিশ ও এলাকাবাসী জানান, মৌলভীবাজার বরাক গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চরকাটখাল গ্রামে যাওয়ার জন্য শিশু বাচ্চাসহ ৭ জন একটি সিএনজি অটোরিক্সা যোগে মৌলভীবাজার (থ-১৩-৩৫২০) যাওয়ার জন্য রওয়ানা হোন। নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এসে পৌঁছুলে দুপুর সাড়ে ১২টার দিকে একটি ইট বোঝাই ট্রাক ঢাকা মেট্রো ড (১১-৩৩২৭) সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শেরপুর হাইওয়ে ও নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করেন। শেরপুর হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে সিএনজি অটোরিক্সাসহ থানায় নিয়ে যান।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ট্রাকের পিছু নিয়ে জালালপুর নামক স্থানে ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।