জৈন্তাপুরে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ১:৫৩:১৩ অপরাহ্ন
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলাধীন মোকামপুঞ্জি এলাকায় মোটরসাইকেল ও ডিআই পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর পুত্র ফয়সাল রেজা (২৫) ও সৈয়দ শিহাব আহমদ (২৪) । গুরুতর আহত হয়েছেন ৩ জন।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সৈয়দ শিহাব আহমদ মোকামবাড়ি গ্রামের মো: আলা উদ্দিনের পুত্র।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে গুরুতর আহত ফয়সল ও পাবেল কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল রেজা মারা যান এবং জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসার পর মারা যান শিহাব আহমদ।