আজমিরীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ২:২৫:৫১ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শিবপাশা ইউনিয়নে যশকেশরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম মিয়া ওই গ্রামের আক্কাস মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ইব্রাহিম বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে মাসহ তার স্বজনরা। পরে বাড়ির সামনের পুকুর থেকে ইব্রাহিম মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।