সিলেটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন
‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে স্মার্ট ও উন্নত দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৪, ৮:৩৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর বজ্রনিনাদ কন্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। এই ভাষণের মধ্য দিয়ে তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইতিমধ্যেই বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জনগণকে শুধু অনুপ্রাণিতই করেনি, গেরিলা যুদ্ধের জন্য জাতিকে প্রস্তুত করেছে। এর বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বক্তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তারা দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী: ঐতিহাসিক ৭ই মার্চ সকাল ৯টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, বিএমএ এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. নূরে আলম শামিম, পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক মাজহারুল হক চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত প্রমুখ। পরে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনতে তৎকালীন রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম। তখন আমি মডিকেলে দ্বিতীয় বর্ষের ছাত্র। এসময় তিনি চিকিৎসকদের হারানো সম্মান ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা ভাষা ও বাঙালি জাতিকে ধ্বংস করার যে নীল নকশা করেছে তাদের সে নির্যাতন, শাসন-শোষণের ইতিহাস ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ভাষণ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধপূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের ফসল।
গতকাল বৃহস্পতিবার কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ প্রমুখ।
জেলা আওয়ামী লীগ: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস হয়ে আছে। সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে ‘৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ : বাঙালির ইতিহাসের বাঁকবদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জীবনসত্য অনুধাবনে পথ দেখাবে ও বাঙালির সার্বিক মুক্তি আন্দোলনকে দেবে রাজনৈতিক দিকনির্দেশনা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজীবন বিশ্বব্যাপী স্বাধীনতা অনুরাগী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
এর আগে বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মহানগর আ’লীগ: ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। জাতির পিতার বলিষ্ঠ ডাকে বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে এবং স্বাধীনতা লাভ করে। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগের দায়িত্বশীল এ দু’নেতা এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত, মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক এডভোকেট আব্দুল মালিক, সদস্য সচিব সালেহ আহমদ, সিলেট মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিকাশ কান্তি দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, মুহিবুর রহমান ছাবু, সালউদ্দিন বক্স সালাই, আনোয়ার হোসেন আনার, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, আনসার আহমদ কয়েছ, মোঃ ছয়েফ খাঁন ও সাধারণ সম্পাদকবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ আহমদ লিটন, এম.এ খান শাহীন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, নজরুল ইসলাম নজু, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, রুমেল আহমদ রুমিন, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম প্রমুখ।
সিসিক: ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ।
সিকৃবি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে র্যালি বের করা হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞার নেতৃ¡ত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আল-মামুনের সঞ্চালনায় পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সারা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। গতকাল সকাল সাড়ে দশটায় ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান হলরুমে আলোচনা সভায় তিনি একথা বলেন। ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, শেখ আশরাফুর রহমান, ড. এম.জেড আশরাফুল, মিহির কান্তি চৌধুরী প্রমুখ। এর আগে সকাল দশটায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মদন মোহন কলেজ: ঐতিহাসিক ৭ মার্চে মদন মোহন কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে ৮টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার, সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কলেজ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ। পরে উদযাপন পরিষদের আহবায়ক রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক লে. মো: মনিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সুপ্তি চৌধুরী, আদিবা খানম, হোসনে আরা কামালী, কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সানি প্রমুখ।
এছাড়া কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, ৭ই মার্চের ভাষণের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পাসপোর্ট অফিস: গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন সেখ, একাউন্ট্যান্ট মো. কফিল উদ্দিন, মো. ইয়াছিন, উচ্চমান সহকারী মো. জাকিরুল ইসলাম প্রমুখ।
জালালাবাদ গ্যাস: গতকাল বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান প্রমুখ।