সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও শিশুসহ নিহত ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৪, ২:০৬:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সিলেট-তামাবিল সড়কের চিকনাগুলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু, কানাইঘাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী এবং দোয়ারাবাজারে ব্রিটিশ সড়কের টেবলাই এলাকায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনার বিস্তারিত জানিয়েছেন আমাদের নিজস্ব সংবাদদাতারা।
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মাত্র দুই দিনের ব্যবধানে আবারও সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের চিকনাগুল এলাকায় পিকনিকের বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার পুত্র।
পুলিশ সূত্রমতে, গতকাল শুক্রবার বেলা একটার দিকে সিলেটগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৯৪৮) চিকনাগুল হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় মহাসড়কের ভাঙা থেকে রক্ষা পেতে রং সাইডে যাওয়ায় জাফলংগামী পিকনিকের যাত্রীবোঝাই বাসের (ময়মনসিংহ-ব-১১-০২৪৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ময়মনসিংহ গৌরিপুর থেকে সিলেটে এসেছিলো। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম (পিপিএম)।
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কানাইঘাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী আখলাক হোসেনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন। গতকাল শুক্রবার বেলা একটায় কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনাটি ঘটে। কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের পুত্র কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আখলাক হোসেন (১৮) তার অপর দুই সহপাঠী কামরুল ও ইমন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চটিগ্রাম জামে মসজিদের পাশে আসামাত্র অপরদিক থেকে আসা চটিগ্রামের আব্দুল্লাহর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি মোটর সাইকেল দুমড়ে-মোচড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী ৪ জনই আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী আখলাক হোসেন ও আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষার্থী আখলাক হোসেন মারা যান। গুরুতর আহত আব্দুল্লাহ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল দু’টি জব্দ করে।
এদিকে, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, তাহিরপুরে শিমুলবাগান পিকনিক স্পটে যাওয়ার সময় মোটরসাইকেল চালক রুশন মিয়া (৩০) ঘটনাস্থলে নিহত এবং অপর আরোহী আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মাথা ও বুকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুশন মিয়া। এসময় গুরুতর আহত তার সফরসঙ্গী বন্ধু আনোয়ার হোসেনকে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলার ব্রিটিশ সড়কের টেবলাই মুতিব দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুশন মিয়া ওই উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে। গুরুতর আহত আনোয়ার হোসেনের বাড়ি একই ইউনিয়নের ঘিলাছড়া গ্রামে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।