ওসমানী হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সাধারণ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৪, ১০:৪৮:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার বেলা ১১ টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির কার্যকরি কমিটির সকল সদস্য, আজীবন ও দাতা সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রোগী কল্যাণ সমিতিকে অসহায়, দুস্থ মানুষের সেবায় এগিয়ে আনতে সব রকমের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রোগী কল্যাণ সমিতিতে যাকাত ও অনুদান সোনালী ব্যাংক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার (হিসাব- ৫৬১৭৬০১০১২২১৮) নম্বরে প্রদান করতে অনুরোধ জানিয়ে সমাজের বিত্তবানদের পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় ২০২২-২৩ অর্থবছরে সমিতির আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ও হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম। ওসমানী হাসপাতালে আগত রোগীদের সুবিধার্থে স্থাপিত দুটি হেল্প ডেস্কের জনবল নিয়োগে প্রতিশ্রুতি ব্যক্ত করেন আব্দুল জব্বার জলিল ট্রাস্টের আব্দুল জব্বার জলিল।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ভূঞা, মো. আব্দুল মান্নান, সিটি ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রফিক, মো. আশরাফ আলী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, নুরুন নাহার বেবী, খলিলুর রহমান, সৈয়দ মুহিবুর রহমান, এম এ নাসির সুজা, মনির উদ্দিন চৌধুরী, মাধুরী গুণ, ডা. জ্যোতি কুসুম চৌধুরী প্রমুখ।