শক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩
সিলেটের ৩৬ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৪, ৪:২১:৩২ অপরাহ্ন

ডাক ডেস্ক : ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ (প্রিলিমিনারি) উপলক্ষে সিলেট মহানগরীর ৩৬টি এলাকায় সবধরণের মিছিল, জনসমাবেশ, অস্ত্র বহন ও প্রদর্শন, বিস্ফোরক দ্রব্য বহন, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গতকাল বুধবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায় এসএমপি। শিক্ষক নিবন্ধন পরীক্ষা উপলক্ষে ৩৬টি পরীক্ষা কেন্দ্র এলাকার ২০০ গজের মধ্যে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সবধরণের কাজ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ১৫ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি বলবৎ থাকবে।
যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তার মধ্যে রয়েছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট সরকারি মহিলা কলেজ, দি এইডেড হাইস্কুল, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মদন মোহন কলেজ, শাহ্জালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, ইসরাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, হযরত শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহ্জালাল উপশহর হাইস্কুল,
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, জহিরিয়া এমইউ হাইস্কুল এন্ড কলেজ এবং আল আমিন জামেয়া ইসলামিয়া সেকেন্ডারি স্কুল।