সুনামগঞ্জে হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৪, ৪:৩৩:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে সাজারুল মিয়া হত্যা মামলায় ২ আসামীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন- জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের আবু সেনা ওরফে কাদির সেনার ছেলে দেওয়ান ও উত্তর কামলাবাজ গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ফুল মিয়া।
এসময় যাবজ্জীবনের পাশাপাশি দুই আসামীকে পাঁচ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়। তবে তারা দুজনই বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া এ মামলায় বদরপুর গ্রামের ভূবেন্দ্র পালের ছেলে আশিষ পালকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালে জামালগঞ্জের শনির হাওরে নিহত সাজারুল মিয়াকে নৌকা নিয়ে আসার কথা বলে আসামী দেওয়ান ও ফুল মিয়া। এসময় সাজারুল নৌকা নিয়ে তাদের কাছে গেলে আসামীরা সাজারুল মিয়াকে বিষ মেশানো কোমল পানীয় খাইয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় সাজারুলের ভাই মোশাহিদুল বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা করলে মামলাটি আদালতে গড়ালে গতকাল বুধবার রায় দেন আদালত।
সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর আইনজীবী খায়রুল কবির রুমেন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। আসামীরা পলাতক রয়েছেন। তারা আটক হওয়ার পর সাজা শুরু হবে।