লিডিং ইউনিভার্সিটিতে মাহে রমজান উপলক্ষে দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৪, ৩:২৫:৫৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
দোয়া মাহফিলে মাহে রমজানের ফজিলতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। অর্থনৈতিক সমৃদ্ধি ও আদর্শ সমাজ গঠনে সিয়াম সাধনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ফজলে এলাহী মামুন এবং স্বাস্থ্য সুরক্ষায় মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রভাষক মোহাম্মদ মামুনুর রশিদ।
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. জাহিদ হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, পরিচালক ডা. মো. তারেক আজাদ, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের পরিচালক ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ ।
দোয়া মাহফিল আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন রাগীব-রাবেয়া তাহফিজূল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মাশহুদ আহমদ এবং হামদ পরিবেশন করেন লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগে কর্মরত মুহাম্মদ রুমেল মিয়া।