গোয়াইনঘাটের শিয়ালা হাওরে বিষ প্রয়োগ করে মাছ আহরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৪, ৫:২৮:৪৪ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: গোয়াইনঘাটে শিয়ালা হাওরে বিষ প্রয়োগ করে জোরপূর্বক মাছ আহরণ করা হয়েছে। আদালতের ১৪৪ ধারা জারি হওয়ার পরও রতন বিশ্বাস গংরা মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের শিয়ালা হাওরস্থ লক্ষ্মীহাওরের রশরাজ সরকারের পুত্র শৈলেন্দ্র সরকারের মালিকানা ১.৫০ একর ভূমিতে একটি কুড়ি (বিল) রয়েছে। এই কুড়িটি একই গ্রামের টিয়া বিশ্বাসের পুত্র রতন বিশ্বাস গংরা দীর্ঘদিন থেকে জোরপূর্বক মাছ আহরণের চেষ্টা করে।
এ বিষয়ে বাদী হয়ে শৈলেন্দ্র সরকার সিলেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করলে আদালত কুড়ির উপর ১৪৪ ধারা জারি করেন। এ বিষয়ে সালুটিকর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে।
এদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রতন বিশ্বাস ২৫/৩০ জন লোক নিয়ে কুড়িতে বিষ ঢেলে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। কুড়ির মালিক শৈলেন্দ্র সরকার জানান, আমি নিরীহ মানুষ, আমি আইনের আশ্রয় নিয়েছি, প্রতিপক্ষ রতন গংরা সব সময় এলাকায় রাহাজানি করে এবং আমার কুড়িতে বিষ ঢেলে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়।
সালুটিকর পুলিশ ফাঁড়ির এসআই সালেহ আহমদ জানান, ‘শুনেছি মাছ ধরে নিয়ে গেছে। পূর্বে ঘটনাস্থল গিয়েছি এবং এ বিষয়ে আদালতে রিপোর্ট প্রেরণ করেছি।