আদালত ভবনের চারতলা থেকে লাফ দিয়েছিল হাতকড়া পরিহিত শাকিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৪, ৪:০৮:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের আদালত পাড়ার ১০ তলা ভবনের চারতলা থেকে শাকিল আহমদ নামের এক আসামী হাতকড়া পরিহিত অবস্থায় লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আহত আসামি শাকিল আহমদ (১৯) জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের আব্দুর রউফের পুত্র। একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক রয়েছে শাকিল।
সিলেট জেলা পুলিশের কোর্ট পরিদর্শক এনামুল মনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সিলেটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানী শেষে পুলিশ প্রহরায় বেরিয়ে আসার পথে চার তলা থেকে লাফ দিয়ে সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জকিগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় কারাগারে ছিলেন শাকিল।
জানা গেছে, একই গ্রামের লুৎফর রহমান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় শাকিল। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ২০২৩ সালের ২১ আগস্ট বিকেলে স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহতের চাচা বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় কারাগারে থাকা শাকিলকে গতকাল আদালতে হাজির করা হয়। তবে, আদালতে তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
আদালতের এপিপি এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, শাকিল আহমদ অনেকটা মানসিক ভারসাম্যহীন। আদালতে শুনানীকালে তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না। সে নিজে নিজেই আদালতের কাছে জামিন চায়। আদালতের বিচারক তার পক্ষে আইনজীবী মনোনীত করার জন্য নির্দেশ দেন। আদালত থেকে বেরিয়ে আসার পর পুলিশের হাত ফসকে হাতকড়াসহ লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টায় লাফ দেয় সে।