রোজাদাররা পেট ভরে সেহরী ও ইফতার করতে পারছে না: কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪, ২:৪৫:১২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পবিত্র রমজান মাসেও সরকারের বাজার সিন্ডিকেট নিত্যপণ্যের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির ফলে বাজার-সদাই সাধারণ মানুষের জন্য আতঙ্কজনক হয়ে দাঁড়িয়েছে। রোজাদাররা পেটভরে সেহরী ও ইফতার করতে পারছে না।
গতকাল বুধবার সিলেটের দক্ষিণ সুরমায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুলের সৌজন্যে দলীয় নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে কাইয়ুম চৌধুরী আরো বলেন, ‘সরকারের মন্ত্রীরা খেজুরকে বিলাসীপণ্য বলে ঠাট্টা মশকারা করছেন। তিনি বলেন, সরকার সবক্ষেত্রে নির্লজ্জ দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এমন পরিস্থিতি থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যতদিন এই সরকার ক্ষমতা দখল করে থাকবে ততদিন দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। ’
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, নিজাম উদ্দিন তরফদার, লোকমান আহমদ, মাহবুব আলম, বখতিয়ার আহমদ ইমরান, আকবর হোসেন, নুরুল আমিন দুলু, আব্দুল মালিক মল্লিক, শেখ মনসুর রহমান, আব্দুল মন্নান, পাবেল রহমান, রাসেল আহমদ, আরিফ চৌধুরী, আবুল কাশেম, আশিক মিয়া, রাজু আহমেদ, জুয়েল আহমেদ, আবু সালেহ প্রমুখ।-বিজ্ঞপ্তি