শামিল হলেন বিভাগীয় কমিশনারসহ বিশিষ্টজনেরা ॥ চলবে পুরো মাস
সিলেটে মাহি উদ্দিন সেলিমের গণইফতারে ব্যাপক সাড়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪, ২:৫৯:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে গণইফতারে ব্যাপক সাড়া পড়েছে। গণইফতারে প্রতিদিনই বাড়ছে শ্রমজীবী মানুষের সংখ্যা। গত মঙ্গলবার ৯ রমজান সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এক সাথে ইফতার সারেন দুই সহ¯্রাধিক লোক। সিলেটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম রমজান উপলক্ষে এ গণইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। পুরো রমজান মাস জুড়ে এ ইফতার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মাহি উদ্দিন সেলিম।
গতকালের ইফতার কর্মসূচিতে শরিক হওয়া সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ পেটপুরে ইফতার সারতে পারছে-এটা দেখে খুবই ভালো লাগছে। এমন উদ্যোগ নেয়ায় তিনি মাহি উদ্দিন সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, মুসলিম দেশগুলোতে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে আয়োজন করা হয় ইফতারের। এ থেকে উদ্বুদ্ধ হয়ে গত বছর থেকে তিনি গণ ইফতার কর্মসূচি গ্রহণ করেছেন। এ উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই।
গতকালের এ আয়োজনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, চ্যানেল এস-এর ব্যুরো প্রধান মঈন উদ্দিন মন্জু সহ বিভিন্ন পেশার মানুষ শরীক হন।
ইফতারের পূর্বে মোনাজাত করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।