রমজানেও সিলেটে বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৫:৫৬:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসেও সিলেটে চলছে চরম বিদ্যুৎ বিভ্রাট। সেহরি ও ইফতারের সময়েও লোডশেডিং থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ। বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার খেলায় ক্ষুব্ধ গ্রাহকরা। লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা।
গত কয়েকদিন ধরে সিলেটে এ সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, এ যেন আসা-যাওয়ার খেলা। সামান্য বৃষ্টি কিংবা ঝড়ের আভাস পেলেই আসা-যাওয়া করতে থাকে বিদ্যুৎ। উদ্ভূত পরিস্থিতির সমাধান চান সাধারণ লোকজন।
যোগাযোগ করা হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার জানিয়েছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম সরবরাহের কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণেও বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট অঞ্চলে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ২শ’ মেগাওয়াট। অনেক সময় সরবরাহ করা হয় চাহিদার অর্ধেক। জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম পাওয়ার কারণে সিলেটের গ্রাহকরা বিদ্যুৎ নিয়ে ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যবসায়ীরাও নিজেদের মার্কেট, শপিংমল ও দোকানপাটে করেছেন আলোকসজ্জা। কিন্তু, দিন ও রাতের বেশিরভাগ সময় লোডশেডিংয়ের কবলে থাকায় জেনারেটর দিয়ে চলছে তাদের ব্যবসা। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং থাকায় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।
সেহরি ও ইফতারের সময়েও মোমবাতি, মোবাইল চার্জার জ্বালিয়ে সিলেটবাসীকে রমজান পালন করতে হচ্ছে। শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে এ পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।