বিশ্বনাথে দক্ষতা উন্নয়ন ও জনসংযোগ সংক্রান্ত সেমিনার
প্রধানমন্ত্রী প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৬:১৮:৫৩ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে সকলেই উপকৃত হবেন। বৈধভাবে বিদেশ গেলে আমাদের দূতাবাসগুলো সহজেই প্রবাসীদেরকে যেকোন সহযোগিতা করতে পারেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এতে করে প্রবাসীরাও দেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। প্রবাসী বিনিয়োগ আরো বেগবান করতে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
‘প্রবাসী কর্মীর উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক মখলিছুর রহমান।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মো. নাহিদ নিয়াজ, জেলা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আসিফ আজিজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা প্রমুখ।
এদিকে, দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে ‘সার ও বীজ’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই কৃষকরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তাই বাংলাদেশ বিশ্ববাসীর কাছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। কৃষিখাতে আরোও ব্যাপক উন্নতির জন্য সকল অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কৃষি অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা। বক্তব্য রাখেন কৃষক লুৎফুর রহমান, মুক্তার আলী, আব্দুল বাতিন ও রফিকুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত আচার্য্য।