সিলেটে আলোচনা সভা
অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিন : আটাব সভাপতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৬:২৪:৫১ অপরাহ্ন
‘লন্ডন ও কানাডাগামী বিমানের টিকেট গুটি কয়েক এজেন্সির কাছে জিম্মি থাকতে পারে না’
স্টাফ রিপোর্টার ॥ অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-বাংলাদেশ-এর প্রেসিডেন্ট আব্দুস সালাম আরেফ।
গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর আরামবাগস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আটাব সিলেট অঞ্চল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান খান রেজওয়ানের সভাপতিত্বে ও দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় প্রধান আলোচক আরো বলেন, সারাদেশে ৪ হাজারের মতো রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি রয়েছে। এর বাইরে আরো কয়েক হাজার ট্রাভেল এজেন্সী রয়েছে। সিলেটেও অনেক অবৈধ ট্রাভেল এজেন্সি রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর প্রতি আহ্বান জানান।
আব্দুস সালাম আরেফ আরো বলেন, সিলেটের গুটি কয়েক ট্রাভেল এজেন্সি লন্ডন ও কানাডার টিকেট নিয়ন্ত্রণ করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সব ট্রাভেল এজেন্সি যাতে সিস্টেমে লন্ডন ও কানাডাগামী বিমানের টিকেট পায়-সেটা নিশ্চিত করতে তিনি বিমান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি আরো বলেন, রমজান কুরআন নাযিলের মাস। মাহে রমজান আমাদেরকে মুত্তাকি হিসেবে গড়ে উঠার শিক্ষা দেয়। এই সুযোগকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. মাসুদ রানা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. রওশনুজ্জামান সিদ্দিকী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক মোঃ হাফিজ আহমেদ, এসএমপি’র ডিসি (ট্রাফিক) মাহফুজুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ, আটাব বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হক, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও গ্রন্থ লেখক আফতাব চৌধুরী, আটাবের জেনারেল সেক্রেটারি আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হিরু, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, উপ-মহাসচিব মো. তোহার চৌধুরী, অর্থ সচিব লায়ন শফিক উল্লাহ নান্টু, কালচারাল সেক্রেটারি মো. ফজলুল হক, ইসি সদস্য এটিএম খোর্শেদ আলম, আটাবের প্রধান নির্বাচন পরিচালক উপদেষ্টা শাহ আলম কবীর। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নজির আহমদ আজাদ।