সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৩:২৬:২৬ অপরাহ্ন
সিলেটের বিশিষ্ট সাংবাদিক দৈনিক সিলেট সুরমার প্রাক্তন বিভাগীয় সম্পাদক, বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক, সংগঠক মোসাদ্দিক হোসেন সাজুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার যুক্তরাজ্য সময় সকাল ১১টার দিকে সেখানকার ব্রাডফোর্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি স্ত্রী এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ভোগসাইল গ্রামের স্থায়ী বাসিন্দা ও মৃত মো. সায়েস্তা মিয়ার পুত্র। সিলেট নগরীর সুবিদবাজারের কর্ণার ভিউতে তিনি বাস করতেন। দীর্ঘদিন থেকে কিডনী রোগসহ নানা জটিলতায় থাকা সাংবাদিক সাজুল সম্প্রতি আমেরিকা সফর এবং ওমরাহ পালন করে যুক্তরাজ্য সফরে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সিসিক মেয়রের শোক : বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল সোমবার জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর স্বাক্ষরিত এক বার্তায় এ শোক জানান তিনি। শোক বার্তা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন মোসাদ্দিক হোসেন সাজুল জনপ্রিয় একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। একাধারে তিনি সাংবাদিক ও সমাজসেবক হিসেবে বিশ্বনাথবাসীর কাছে সুপ্রিয় ছিলেন।’
আনোয়ারুজ্জামান চৌধুরী তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি