কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৪:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশার রনজিত সাহার ছেলে পার্থ সাহা (২৩)।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৪জন। আহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫), নগরীর চৌকিদেখির হারুন রশিদের ছেলে লিমন (১৮) ও একলাছুর রহমান। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশ্য আসছিল। অন্যদিকে সিলেট থেকে যাত্রীবাহী সিএনজি কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
বাকিদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র আরো জানায়, নিহত পার্থ সাহা কোম্পানীগঞ্জের দয়ারবাজারে বসবাস করতেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাক ও সিএনজি থানায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
অন্যদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমাম জানান, দুর্ঘটনায় আহতদের থানায় নিয়ে আসার পর স্বজনরা সেখানে ভিড় করেছেন।