পানি আগ্রাসনের বিরুদ্ধে নাগরিক আলেমসমাজের গণবিক্ষোভ আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ১২:০৪:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবি এবং ভারতীয় আধিপত্যবাদী ড্যাম নির্মাণ ও রাজনৈতিক প্লাবনের প্রতিবাদে গণবিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক আলেমসমাজ।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বুধবার রাত ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
কর্মসূচিতে আলেম, বুদ্ধিজীবী, লেখক-সাহিত্যিক, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী-পেশাজীবীসহ ভারতীয় আধিপত্যবাদবিরোধী সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করেছেন নাগরিক আলেমসমাজের প্রধান সমন্বয়ক মাওলানা নোমান বিন আরমান।
ভারত থেকে নেমে আসা আকস্মিক প্লাবনে করণীয় নির্ধারণ করতে বুধবার রাতে অনলাইন বৈঠকে বসেন সংগঠনের সমন্বয়করা। এতে অংশ নেন সমন্বয়ক হাফেজ মাওলানা ফায়যুর রাহমান, মাওলানা হাসান ফয়েজ, মাওলানা আব্দুল্লাহ আল মনসুর, লেখক হক নাওয়াজ মারজান, আদিব আহমদ, মাওলানা কবির খান, সঙ্গীতশিল্পী শেখ এনাম ও লেখক মুতিউল মুরসালিন প্রমূখ।
বৈঠকে ভানভাসী মানুষের প্রতি সবাইকে সহায়াতার হাত সম্প্রসারণের আহবান জানিয়ে বলা হয়, ভারতের সঙ্গে পানি, সীমান্ত, বন্দরসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। দেশের স্বার্থরক্ষায় অনমনীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সাময়িক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে দেশের মানুষকে রক্ষা করতে হবে।-বিজ্ঞপ্তি