জগন্নাথপুর সোসাইটি রসডেলের ফ্রি চক্ষুশিবির
সৈয়দপুরে ৫৭৫ নারী-পুরুষ পেলেন চোখের ফ্রি চিকিৎসা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৫:১৯ অপরাহ্ন
ইনক্লুসিভ আই হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির আহমদ বলেছেন, বাংলাদেশের গ্রামে-গঞ্জের এখনো অনেক মানুষ সুচিকিৎসার অভাবে দিনে দিনে চোখের বিভিন্ন রোগে আক্রান্ত। অনেকের ছানিজনিত কারণে চোখ নষ্ট হয়ে যাচ্ছে। অর্থ সংকটের কারণে অনেকে চিকিৎসা করাতে পারছে না। ফলে অনেক মানুষ দিনদিনে অন্ধত্বের দিকে যাচ্ছে। এই মানুষগুলোকে অন্ধত্ব থেকে বাঁচাতে হলে বিত্তবানরা সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩১ আগস্ট) জগন্নাথপুর সোসাইটি রসডেলের আয়োজনে এবং সিলেটের ইনক্লুসিভ আই হসপিটাল ও সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার যৌথ সহযোগিতায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপি ফি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি যুক্তরাজ্যের রাডেলের জগন্নাথপুর সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ৭ নাম্বার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মানুষের চোখের চিকিৎসার জন্য যে উদ্যোগ নিয়েছেন, তাদের মানবিক এই তৎপরতা সবাই মনে রাখবে।
জগন্নাথপুর সোসাইটি রসডেলের প্রধান উপদেষ্টা এমসি কলেজের সাবেক ভিপি সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামীম সৈয়দ মবনুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মহি উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলার মুজিবুর রহমান শওকত, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলতাফ হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ফেরদৌস আরাবী, সৈয়দপুর জামেয়া হোসেনিয়া টাইটেল মাদরাসার মুহতামীম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া বালিকা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, সৈয়দপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা রেজওয়ান আহমদ, গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী সৈয়দ মদস্সির আলী মাহাজন সাহেব, হাজী সৈয়দ হাবিবুর রহমান।
চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মুস্তাফিজুর রহমান, ডা. নুর মুহাম্মদ।
দিনব্যাপি এ কর্মসূচিতে মোট ৫৭৫ জন নারী-পুরুষকে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২৮৫ জনকে ফ্রি চশমা এবং ৭৭ জনকে হাসপাতালে যাতায়াত খরচসহ ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়। তাদের প্রত্যেকে দুই মাসের ঔষধ ফ্রি দেওয়া হয়।
সবশেষে দোয়া পরিচালনা করেন সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার নির্বাহি মুহতামীম হাফিজ মাওলানা মুজিবুর রহমান। -বিজ্ঞপ্তি