জাপার সিলেট বিভাগের দায়িত্ব পেলেন প্রেসিডিয়াম সদস্য আতিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৪:৪৭:১৯ অপরাহ্ন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদেরের নির্দেশনায় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু তাকে এ দায়িত্ব প্রদান করেন। জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যানের নির্দেশে আলহাজ্ব আতিকুর রহমান আতিককে সিলেট বিভাগের সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। তাকে এই দায়িত্ব পালনে বিভাগের অন্তর্গত সকল কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে সহযোগিতা করার জন্য পার্টির চেয়ারম্যান নির্দেশনা প্রদান করেছেন।
এ দিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রদান করায় দলের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের নেতা-কর্মীরা পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় জাপা নেতা আতিকুর রহমান আতিকও পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।-বিজ্ঞপ্তি