নবীগঞ্জে ৪ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা \ দাদী-ফুফু গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৪:২৮:১০ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ৪ মাসের শিশু মাহমুদা আক্তার মিমকে হত্যা মামলায় দাদি মরিয়ম বিবি (৪৫) ও তার ফুফু পপি আক্তার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে পপির সম্পৃক্ততা থাকতে পারে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মরিয়ম বিবি। গত বুধবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারের চরগাঁও গ্রামের আওলাদ মিয়ার স্ত্রী ও নিহত মিমের মা মিনারা বেগমের সাথে তার শ্বাশুড়ি মরিয়ম বিবি (৪৫) ও ননদ পপি আক্তার (২০) এর প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠে সাংসারিক কাজকর্ম ও রান্না-বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিনারা বেগম। পরে চার মাসের মেয়ে সন্তান মাহমুদা আক্তার মিমকে ঘুম পাড়িয়ে পুনরায় রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ওই সময় মিনারা বেগমের শ্বাশুড়ি মরিয়ম বিবি (৪৫) ও ননদ পপি আক্তার (২০) বসতঘরের ভিতরে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর মিনারা বেগমের শ্বশুর আব্দুল মজিদ মিমকে খুঁজে শয়ন কক্ষে প্রবেশ করলে মিমকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শয়ন কক্ষের পিছনে অবস্থিত পুকুরের কিনারায় তার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনার পর থেকে নানা রহস্যের সৃষ্টি হয়। ৪ বছর বয়সী শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিয়ে জট বাঁধতে থাকে। পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়- নিহত মিমের দাদি মরিয়ম বিবি (৪৫) ও তার ফুফু পপি আক্তার (২০) কে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মিমকে পানিতে ফেলে পপি আক্তার হত্যা করতে পারে মর্মে পুলিশকে জানান মরিয়ম বিবি। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মিনারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে মরিয়ম বিবি ও পপি আক্তারকে মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, – পারিবারিক বিভিন্ন কলহের জেরে মিমকে পানিতে ফেলে পপি আক্তার হত্যা করতে পারে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি সাপেক্ষে পপি আক্তারকে রিমান্ডে আনা হবে বলে জানান তিনি।