লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের থিসিস জুরি অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৪:৪৫:২১ অপরাহ্ন

ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের থিসিস জুরি (ফল-২০২৪) অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই জুরিতে বৃহত্তর সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জেলার ১৮টি প্রজেক্ট উপস্থাপন করা হয়। স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান মো: শওকত জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জুরি সেশনে জুরার হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান ইফতেখার রহমান, সহযোগী অধ্যাপক কৌশিক সাহা এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন। এছাড়াও জুরিতে আরো উপস্থিত ছিলেন ফল-২০২৪ ব্যাচের ডিজাইন স্টুডিও পরিচালনাকারী শিক্ষক সৈয়দ মহসিন আলী এবং আযীমা তাবাসসুমসহ স্থাপত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। গঠনমূলক আলোচনার মাধ্যমে উপস্থিত জুরারদের সবাই স্থাপত্য বিভাগের ভূয়সী প্রশংসা করেন এবং ইনিস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) কেজেড @—কে এক্রিডিটেড ঢাকার বাইরে একমাত্র প্রাইভেট বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগ হিসেবে লিডিং ইউনিভার্সিটির উচ্চমান সম্পন্ন শিক্ষাদানের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।