মাধবপুরে বালুভর্তি ট্রাক থেকে চোরাই সাড়ে তিন কোটি টাকার পণ্য উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৫:০৪:৩৬ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় শাড়ি,থান কাপড় ও ক্লোপ-জি ক্রিম আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক জানান, টহলদল মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে বালু বোঝাই একটি ট্রাক থামিয়ে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো অবস্থায় ১হাজার ৯শ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্লোপ-জি ক্রিম জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ইমদাদুল বারী সত্যতা নিশ্চিত করেন।