শিক্ষকদের বৈষম্য-বঞ্চনায় রেখে উন্নত জাতি গঠন সম্ভব নয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৪:৩২:২৩ অপরাহ্ন

সিলেটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ডাক ডেস্ক ঃ সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সিলেটের স্কুল, মাদরাসা, কলেজ, বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান প্রভৃতি। পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরাই হলেন এই সামাজের প্রকৃত মানুষ যারা জ্ঞানের দরজা খুলে দিয়ে প্রতিটি শিশুকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেন। তাঁরা শিক্ষার্থীদের অনুসন্ধানী, সৃষ্টিশীল ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন, যেন তারা আদর্শ মানুষ হয়ে উঠতে পারেন। একজন ছাত্রের আতœবিশ^াস ও জ্ঞান অর্জন এবং তার ভালো মানুষ হওয়ার পিছনে একজন শিক্ষকের যথেষ্ট ভূমিকা রয়েছে। শিক্ষকগণ ভবিষ্যৎ প্রজন্মকে বিশে^র চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেন। শিক্ষকতা পেশা পৃথিবীর কঠিনতম এবং সম্মানজনক পেশা উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। একজন শিক্ষকের উপর নির্ভর করে নতুন প্রজন্ম কেমন হবে। তাই আগামীদিনের যোগ্য নাগরিক তৈরি করতে হলে শিক্ষকদের পরিপূর্ণ সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের বৈষম্য-বঞ্চনায় রেখে উন্নত জাতি গঠন সম্ভব নয়। কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কোম্পানীগঞ্জে দিবসটি পালন করা হয়। এদিন বিকেল সাড়ে ৩টায় সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে এক শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবিদা সুলতানা।
উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মিজানের সঞ্চলনায় এবং মাওলানা হাবিবুর রহমান সাদীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় বক্তব্য দেন ভাটরাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শফিকুল ইসলাম, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সহ সভাপতি ও শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি ও পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সৈয়দুজ্জামান, রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ ছদরুদ্দীন, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি রিপন আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। উপস্থিত ছিলেন পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক বসন্ত কুমার শর্মা, প্রভাষক মো. বরকত উল্লাহ, প্রভাষক মো. সোহেল রানা, প্রভাষক মো. আক্তার হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুক রানাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক আব্দুল কুদ্দুস। বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আব্দুর রহিমের সভাাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক জুলহাস আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ইউসুফ আলী, রসায়ন বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাস, অর্থনীতি বিভাগের প্রভাষক ইউনুছ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালি কলেজ প্রদক্ষিণ করে। বাকবিশিস ঃ বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস। সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক অজয় কুমার রায়, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণ কান্ত দে, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্না, মহানগর শাখার সহ সভাপতি অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস প্রমুখ। ছাতক ঃ ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ছাতকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ। বক্তব্য রাখেন প্রভাষক বাকের হোসেন, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, শরীফ উদ্দিন, হেলালুল ইসলাম, দুলন তরফদার, আনোয়ার হোসেন, পংকজ দত্ত, তমাল পোদ্দার, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, মাহবুব আলম প্রমুখ। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হয় একটি র্যালি। সভায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মাদ্রাসা সুপারবৃন্দ উপস্থিত ছিলেন। শাল্লা ঃ শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাল্লার ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী অফিসার মোঃ আলা উদ্দিন এর সভাপতিত্বে ও পোড়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ কামরুল ইসলাম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, কালীপদ দাস প্রমুখ।