উদার হৃদয় নিয়ে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৪:৫৪:৫৪ অপরাহ্ন

সিলেটে জামায়াতের সদস্য শিক্ষা শিবির
— এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে আল্লাহর বিধান ও রাসূল (সা.) অনুসৃত নীতি যথাযথভাবে অনুসরণ করা। মূলত আমাদের আদর্শ হচ্ছে বিশ^নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ, তার সংগ্রামই হলো আমাদের সংগ্রাম। তিনি বলেন, মানুষ দলে দলে ইসলামের পথে অগ্রসরমান। তাই, আমরা যদি আমাদের যোগ্যতা, প্রজ্ঞা, কর্মতৎপরতা ও নিষ্ঠা যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলেই ইসলামের বিজয় অনিবার্য হবে। তিনি ন্যায় ইনসাফের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। গতকাল শনিবার সকালে দক্ষিণ সুরমাস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখা আয়োজিত সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ আজাদ সোবহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ, জেলা সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, হাকিম নাজিম উদ্দিন, অধ্যাপক আব্দুল বাছিত প্রমুখ।-বিজ্ঞপ্তি