সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক জাকির আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৪:৩৩:৪১ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো: জাকির আহমদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক (রসায়ন) মো: জাকির আহমদ মহিপাল সরকারি কলেজ, ফেনীর অধ্যক্ষ পদে সংযুক্ত ছিলেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো: জাকির আহমদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে বদলি/পদায়ন করা হলো। নিয়োগের শর্তে বলা হয়, তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা। বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।