লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার হোন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৫:২৭:৩৯ অপরাহ্ন

———————— বাসদ
লেবানন ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহŸায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শহীদ আহমদ, মিজান উদ্দিন, দুলাল মিয়া, তুহিন আহমদ, জাহেদ আহমদ, মাহফুজ আহমেদ, মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন, খায়রুল ইসলাম, রায়হান নুর, মিজান আহমদ প্রমুখ। সভায় বক্তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান। ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা এবং লেবানন ও ফিলিস্তিনের সংগ্রামী জনগণের লড়াইকে সমর্থন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও তারা আহŸান জানান।-বিজ্ঞপ্তি