লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে শরৎ ও নবীনবরণ উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৫:৪১:৩৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে Embraching Amber’s Resilience শীর্ষক কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে শরৎ উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত কালচারাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুম্পা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ৬২তম ব্যাচের শিক্ষার্থী সাইফুর রহমান মুন্না ও সাফায়াত করিম ইয়ামিন, ৬৩তম ব্যাচের তাসফিয়া সৈয়দ, ৬৪তম ব্যাচের ফাহমিদা আতিহা এবং ৫৯তম ব্যাচের তিকলী তালুকদার দুলার সঞ্চালনায় অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য, শরৎচন্দ্রের বাংলা নাটক ‘গৃহদাহ’, রম্য রচনা, র্যাম্পসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর পরিবেশনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।