‘অদূরস্পর্শী‘ মুক্তবুদ্ধি ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রতীক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৫:৪০:২২ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
…দানবীর ড. রাগীব আলী
ডাক ডেস্ক ঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬তম ব্যাচের ‘অদ‚রস্পর্শী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্টানিকভাবে মোড়ক উন্মোচন করেন, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। আইন বিভাগ প্রথমবারের মতো ‘যুক্তির মিছিলে, মুক্তির গান’ ¤েøাগানে প্রকাশিত ম্যাগাজিনের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দানবীর ড. রাগীব আলী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই লিডিং ইউনিভার্সিটি বিশুদ্ধ জ্ঞানচর্চা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংরক্ষণে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে আসছে। তিনি বলেন, অদ‚রস্পর্শী নতুন প্রজন্মের পরিশীলিত চিন্তাভাবনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। এসময় পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান ড. রাগীব আলী। মোড়ক উন্মোচন ও শিক্ষক দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন সমাপনী বক্তব্যে ম্যাগাজিন সম্পাদনা ও প্রকাশনার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম. এস. রহমান পীর। তিনি ম্যাগাজিনে শুভেচ্ছা বাণী দিয়ে অনুজদের উৎসাহিত করার জন্য আইন বিভাগের ১১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে সুনামগঞ্জের ধর্মপাশায় কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজবাহ উদ্দিন আহমদ এবং ১৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান কলিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ম্যাগাজিনটির সম্পাদক লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী হারিস রহমান অন্তর। আইন বিভাগের শিক্ষার্থী সামিয়া রহমান মিতু এবং জান্নাতুল ফেরদৌস রাকিবার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, আইন বিভাগসহ লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীকে উৎসর্গ করে লেখা ‘চিরঞ্জীব রাগীব’ এবং ‘প‚র্বাশা’ শিরোনামে দুটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম রাজ। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।