সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনা হোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৫:৪২:০৪ অপরাহ্ন

…মিফতাহ সিদ্দিকী
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের নয়নের মনি। তাকে কাছে পেতে চায় দেশের আপামর জনসাধারণ। তাই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে অতিসত্বর তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশে আনতে হবে। তিনি আরোও বলেন, শেখ হাসিনার শাসন আমলে অনেকে দেশ ছেড়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর তারা দেশে ফিরেছেন। তাহলে কেন তারেক রহমান দেশে আসতে পারবেন না। গতকাল মঙ্গলবার ছাত্র-জনতার আন্দোলনে নিহত দক্ষিণ সুরমার ঝালোপাড়ার পংকজ কুমার কর’র পিতা নিখিল কুমার কর’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৬নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সুদিপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তর মামুন, এম এ হক, উজ্জল রঞ্জন চন্দ, নিহত পংকজের পিতা নিখিল কুমার কর।-বিজ্ঞপ্তি