সুনামগঞ্জে ট্রাক সিএনজির সংঘর্ষে এক নারী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৫:১৫:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ট্রাক সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ-সিলেট সড়কে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম রাজিয়া বেগম (৫০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ্গের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসছিল একটি ট্রাক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা রাজিয়া বেগম নামের ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, সড়ক দুর্ঘটনার কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।