বিশ্বনাথে ৫০ বছর ধরে হচ্ছে পলো বাওয়া উৎসব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ১:৩৮:৫৫ অপরাহ্ন
রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ থেকে : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দরং বিলে গত অর্ধশতাধিক বছর ধরে পালিত হচ্ছে বার্ষিক পলো বাওয়া উৎসব। গতকাল সোমবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক উৎসবটি হয়। এতে অংশগ্রহণ করেন গ্রামের কয়েক শতাধিক মানুষ। এবারের শিকারকৃত মাছের মধ্যে ছিল বোয়াল, শোল, মৃগেল, কার্পু, বাউশ ও রুই মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ।
জানা গেছে, প্রায় অর্ধশতাধিক বছর পূর্বে দরং বিলে ওই বছরের মাঘ মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে শুরু হয় পলো বাওয়া উৎসব। এরপর একসময় এটি গ্রামবাসীর মধ্যে একতার সেতুবন্ধন সৃষ্টি করে। বছর যতই যেতে থাকে, ততই গ্রামবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়তে থাকে। এক সময় সেটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে যায়। আর গোয়াহরি গ্রামবাসীর এই উৎসব দেখতে শীত মৌসুমে বিশ্বনাথের পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক শৌখিন মাছ শিকারিও উপস্থিত হন। এবারের এই পলো বাওয়া উৎসবে অংশ নিতে সোমবার সকাল ৮টা থেকে গোয়াহরি গ্রামের সৌখিন মানুষ বিলের পাড়ে এসে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সাথে বিলের পারে লোকসমাগম বাড়তে থাকে। পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টা হওয়ার সাথে সাথে সবাই বিলে নেমে শুরু করেন পলো বাওয়া। শুরু হয় ঝপ ঝপ পলো বাওয়া। প্রায় ২ ঘণ্টাব্যাপী এ পলো বাওয়া উৎসবে গোয়াহরি গ্রামের সব বয়সের মানুষ অংশ নেন।
সরেজমিনে দরং বিলে গিয়ে দেখা যায়, মাছ শিকার করতে নিজ নিজ পলো নিয়ে বিলের উপর ঝাঁপিয়ে পড়েন লোকজন। যাদের পলো নেই তারা মাছ ধরার ছোট ছোট বিভিন্ন জাল নিয়ে শিখারে ব্যস্ত সময় কাটান। এসময় মাছ ধরার এ দৃশ্যটি উপভোগ করতে বিলের পাড়ে ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ বয়সের পুরুষ-মহিলা, দূর থেকে আসা অনেকের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রতিবছরের ন্যায় এবারও ছেলে-বুড়ো মিলিয়ে প্রায় ৫ শতাধিক লোক পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করেন। বিল থেকে অন্যান্য বছরের তুলনায় মাছ শিকার হয়েছে বেশি।
গোয়াহরি গ্রামের বাসিন্দা ও প্রবাসী মনোয়ার হোসেন জানান, পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য এবং আমরা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তা পালন করে আসছি।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম হোসেন বলেন, দরং বিলে আমরা প্রত্যেক পৌষ মাসের ১৫ তারিখ পলো বাওয়া উৎসব পালন করে থাকি। এটা আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্য। আমরা ওই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর গোয়াহরি গ্রামে দক্ষিণের বড় বিলে পয়লা মাঘ ও ১৫ পৌষ বিলে পলো বাওয়া উৎসব পালন করে থাকি।