জেলা-মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ সভা
ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫০:১৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। কারণ, বিএনপি জনগণের দল। আমাদের জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার হাসিনা। আগামীর সরকারের জন্য দেশ চালানো হবে এক চ্যালেঞ্জ। কাজেই, আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না। এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি গতকাল রোববার নগরীর চৌকিদিখীতে সমসাময়িক বিষয় নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথভাবে সভা পরিচালনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
যৌথ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, কামরুর হোসেন হেলাল, উমেদুর রহমান উমেদ, রাশু আহমদ, উসমানী গণি, জিএম আব্বাস, সাইফুর ইসলাম, আজিজ খান সজিব, ময়নুল ইসলাম, লায়েক আহমদ, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, আবির হাসান মুহিন, মেহেদী হাসান সপু, আব্দুল মুনিম, প্রাণেশ দেব, মামুন আহমদ মিন্টু, কবির উদ্দিন, মির্জা জাহেদুর রহমান, কয়েছ আহমদ, গোলাম রাব্বনী, এমদাদুল হক স্বপন, আব্দুল মোতাক্কাবির চৌধুরী সাকি, উসমান হারুন পনির, কল্লোল জ্যোতি বিশ^াস, সুলেমান খাঁ, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, আলী মো. নুরুল হুদা দিপু, সৈয়দ সারওয়ার রেজা প্রমুখ।
সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের কাজ করতে হবে। আমাদেরকে শুধুই জনগণের কথা চিন্তা করে কাজ করতে হবে। শুধু তাই নয়, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। বিগত ১৭ বছর অবৈধভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত প্রোথিত হয়েছে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। তারা সুযোগ খুঁজছে ছোবল মারার। সেই দিকে আমাদের নজর রাখতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু, আমাদের সবকিছু ফ্যাসিস্ট শেষ করে দিয়ে গেছে। তারা গোটা দেশকে, গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের হাত দিয়ে বার বার গণহত্যা হয়েছে। শেখ হাসিনার বাবা বাকশাল করেছিলেন আর সে দ্বিতীয় বাকশাল তৈরি করেছিলেন। তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ছাত্রদল, যুবদলের নেতাদের ধরে ধরে নিয়ে এসে হত্যা করেছিল। যারা গণতন্ত্রের জন্য কর্মসূচি পালন করেছে, তাদের হত্যা করেছে। তাদের বিচার হবেই ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি