কয়েকজন প্রবাসী বন্ধুর উদ্যোগ ॥ সিলেটে সুধী সমাবেশ
১০ তলাবিশিষ্ট অলাভজনক শমশেরনগর হাসপাতাল হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৩:০৩:৫৪ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ মৌলভীবাজারের শমশেরনগরে একটি অলাভজনক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকজন প্রবাসী বন্ধু ১০ তলাবিশিষ্ট ‘শমসেরনগর হাসপাতাল’ নামে এ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে হাসপাতালে আউটডোর সেবা চালু হয়েছে। লক্ষ্য হত দরিদ্রদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান। পাশাপাশি নি¤œ মধ্যবিত্তরা পাবেন হ্রাসকৃত মূল্যে, আর বিত্তবানরা প্রতিযোগী মূল্যে সেখান থেকে উন্নত চিকিৎসাসেবা নিতে পারবেন। চিকিৎসার অভাবে আর কেউ যাতে মৃত্যুমুখে পতিত না হন-সেটাই তাদের মূল উদ্দেশ্য।
শনিবার রাতে সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে শমশরনগর হাসপাতালের পরিচিতি, ফান্ড রাইজিং ও সুধী সমাবেশে উদ্যোক্তারা এ তথ্য তুলে ধরেন। তারা এও বলেন, কয়েক বন্ধুর দেখা এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে।
লন্ডন প্রবাসী সরোয়ার জামান ও আলেয়া জামানের দানকৃত ১৫১ শতক ভূমির উপর নির্মিত হচ্ছে ১০ তলা বিশিষ্ট এই হাসপাতাল। উদ্যোক্তারা জানান, ১ মে ২০২৪ থেকে হাসপাতালে আউটডোর সেবা শুরু হয়েছে। নির্মিত হয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি। রোগী পরিবহণের জন্য রয়েছে একটি সুসজ্জিত অ্যাম্বুলেন্স। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ হাসপাতাল রূপে কমলগঞ্জ, কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলার প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে এই হাসপাতাল। ধাপে ধাপে এটিকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। পরিকল্পনায় রয়েছে একটি মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ গড়ে তোলার।
হাসপাতাল পরিচালনা কমিটির নির্বাহী চেয়ারম্যান, দেশের তারকা শিল্পী সেলিম চৌধুরী তার স্বাগত বক্তব্যে বলেন, শমশরনগর হাসপাতালে কে কি বর্ণের, গোত্রের, কিংবা ধর্মের সেটা কখনো বিবেচ্য হবে না। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আর সেই অধিকার বাস্তবায়নে আমাদের এই প্রয়াস। তিনি আরো বলেন, সমাজের চিত্ত ও বিত্তের সমন্বয়ক মানব দরদিরা সহযোগিতার হাত বাড়ালে আমাদের এই প্রচেষ্টা সফল হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, হাসপাতালে কিডনি ফাউন্ডেশন ও হার্ট ফাউন্ডেশনেরও একটি ব্রাঞ্চ চালুর পরিকল্পনা তাদের রয়েছে।
সাংবাদিক, কলামিস্ট ও ব্যাংকার রাজু আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় সিলেটে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন বক্তব্য রাখেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার জামিল আহমদ চৌধুরী, সাবেক পুলিশ সুপার কাওসার আহমদ হায়দরী, পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম ফরিদ উদ্দিন, সিলেট প্রেসক্লাব প্রেসিডেন্ট একরামুল কবির, সাধারণ সম্পাদক এবং দৈনিক সিলেটের ডাক’র চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, পূবালী ব্যাংকের এজিএম মাকসুদা বেগম, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনমত সম্পাদক নবাব উদ্দিন, চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মঞ্জু, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ফকু চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যাপক জেবা আমাতুল হান্না এবং হাসপাতালের প্রবাসী সংগঠক ও চীফ কো-অর্ডিনেটর সাইফুর রহমান এবং তার পুত্র রাফসান রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচকরা এ হাসপাতালকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। কয়েকজন বক্তা বলেন, মাত্র ৪ জন রোগী নিয়ে সাভারের সিআরপি হাসপাতালের যাত্রা শুরু হয়। বর্তমানে এটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান। শমশেরনগর হাসপাতালও একটি সেই পর্যায়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।