ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৬:৩০ অপরাহ্ন

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামের ডোবার পানিতে ডুবে সাফায়েত হোসেন (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মূত্যু হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাফায়েত হোসেন হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম আক্তার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
মীম আক্তারের মা ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাই, মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানীর সাথে বসবাস করতো। ওই দিন সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলাধুলার এক ফাঁকে দু’জনেই বাড়ির সামনের ডোবায় পড়ে নিখোঁজ হয়। তার স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির সামনে ডোবা থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মূত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ এনামুল হক এ বিষয়টি নিশ্চিত করেন। তবে, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।