নগরীতে ৭ মামলার আসামী মিসবাউল ইসলাম গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ১২:২১:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকার আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম উরফে কয়েছ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার হওয়া মিসবাউল ইসলাম কয়েস গোলাপগঞ্জ থানাধীন শরীফগঞ্জ, বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর পুত্র ও বর্তমানে এয়ারপোর্ট থানাধীন বড়শলার ফরিদাবাদস্থ হোল্ডিং-২ এর আহমদ হাউজিং, ব্লক- ডি, রোড নং- ৪ এর বাসিন্দা। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের নানা প্রভাবশালী মহলে কয়েস পরিচিত একজন ‘ভূমিখেকো’ হিসেবে। মহিলা আওয়ামী লীগের নেত্রী হেলেনার ‘পার্টনার’ পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছেন।
জানা যায়, আত্মগোপনে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেনের সঙ্গে হেলেনার ঘনিষ্ঠতা ছিল। সেই সম্পর্ককে ব্যবহার করে কয়েস ভূমির শ্রেণি পরিবর্তন করে গড়ে তোলেন ‘মোমেন ফাউন্ডেশন’। এর পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন কয়েস নিজেই। এছাড়া, হেলেনার সহায়-সম্পত্তিকে কেন্দ্র করে যেসব অপকর্ম সংঘটিত হয়েছে, তার বেশিরভাগেই সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন কয়েস। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন প্রতিহত করতে হামলার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়েছে পুলিশ।