‘হাসিনার আমলে অনেক পত্রিকা জঙ্গি নাটক সাজিয়েছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৯:১৭:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ‘হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামি জঙ্গি নাটক সাজিয়েছে’ বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আমার দেশ’ পত্রিকা নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মিডিয়ায় ইসলামোফোবিয়া আছে। আমরা ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে ইসলামোফোবিয়া মোকাবিলা করব।
তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের ১ মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
পত্রিকাটির সম্পাদকীয় নীতির বিষয়ে মাহমুদুর রহমান বলেন, ‘আমরা যথেষ্ট সম্ভব সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামি জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যে ভিকটিমের কখনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ, র্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করত। দুই পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করব না।’
তিনি বলেন, ‘গত ১৭ বছরের হাসিনার পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করেছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে।
মাহমুদুর রহমান বলেন, ‘৯০% মুসলমানের দেশ। অথচ ফিলস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম। দেশের পত্রিকাগুলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক পাতায় এক দুই কলাম রাখে মাত্র। প্রথম পাতায় ফিলিস্তিন নিউজ যায় না। আমরা কাশ্মির মুসলিম নির্যাতন, চীনের উইঘুর মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিমসহ সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদের নিয়ে লেখব।’
তিনি বলেন, ‘গত ১৫ বছরে দালালির কারণে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার সার্কুলেশন কমেছে ৫০%। আমার দেশ মানুষের মাঝে পত্রিকার প্রতি আস্থা বাড়াবে। পত্রিকা হলো সমাজ-সংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকাল বেলা পত্রিকার জন্য অধীরে আগ্রহে থাকুক। আমার দেশে সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।’