যুক্তরাজ্যে মতবিনিময় সভায় বদরুজ্জামান সেলিম
‘কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসীর উন্নয়নে অভিজ্ঞতার আলোকে কাজ করবো’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ২:৫০:৪৪ অপরাহ্ন

যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির নেতাকর্মী ও সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম। যুক্তরাজ্যে বসবাসরত সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে গত বুধবার লন্ডন টাওয়ার হেমলেট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বদরুজ্জামান সেলিম বলেন, উন্নয়ন বঞ্চিত কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসীর উন্নয়নে প্রবাসীরা আন্তরিক। আমি অভিজ্ঞতার আলোকে এই জনপদের উন্নয়নে কাজ করবো। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমি কাজ শুরু করেছি যা চলমান আছে। সকল প্রবাসীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই তিন উপজেলার উন্নয়নে কাজ করবো। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে কাজ করবো।
যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান তপনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীরা উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে সেই আলোকে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্থা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম, সহ-সভাপতি তৈমুছ আলী, গোলাম রাব্বানী সুহেল, আব্দুল মুকিত, কেন্দ্রীয় যুবদল নেতা আশিকুর রহমান আশিক, রাষ্ট্রপতির সাবেক এপিএস তৈমুর হোসেন বিপুল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, খসরুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন শাহীন, বিএনপি নেতা ফয়জুল হক, আশরাফ গাজী, ছাব্বির আহমদ, জাইমা পাঠাগারের চেয়ারম্যান আকরাম হোসেন, জিএস নুরুজ্জামান, লন্ডন টাওয়ার হেমলেটের সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদুজ্জামান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার, কোম্পানীগঞ্জবাসীর পক্ষ বক্তব্য রাখেন আফজল রশিদ সেলিম, তাহমেদ জাওয়াদ, জৈন্তাপুর উপজেলাবাসীর পক্ষে আলী আকবর সিদ্দিকী, আব্দুল মোছব্বির, গোয়াইনঘাট উপজেলাবাসীর পক্ষে গোলাম কুদ্দুস কামরুল ও আবু তায়েফ প্রমুখ। -বিজ্ঞপ্তি