গণসংযোগে নজরুল ইসলাম বাবুল
ষড়যন্ত্র না হলে ২১ জুন লাঙ্গলের বিজয় সুনিশ্চিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৪:৪৭:১০ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, লাঙ্গলের জনপ্রিয়তা দেখে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের উপর সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা হামলা চালাচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশন অফিসে সরকারদলীয় প্রার্থীর অব্যাহত আচরণবিধি লঙ্গনের অভিযোগ জানানো হলেও কোন সুরাহা হয়নি। যদি কোন ষড়যন্ত্র না হয়, তবে ২১ জুনের নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত।’
গতকাল শনিবার দুপুর ১২টায় নগরীর লালবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন। ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কোন কার্যক্রম নগর ভবন থেকে হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই নগরীকে মাস্টার প্ল্যানের মাধ্যমে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে চাই। সিলেট নগরীর মানুষ আগামী ২১ জুনের সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে মূল্যবান রায় প্রদান করে খেদমত করার সুযোগ দিবেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি